শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৮:২৮:৫০

‘মালয়েশিয়ায় শ্রমবাজার ফের চালু হচ্ছে’

‘মালয়েশিয়ায় শ্রমবাজার ফের চালু হচ্ছে’

নীলফামারী : প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, খুব শিগগির মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার চালু হবে। এজন্য ওই দেশের সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

শুক্রবার সকালে নীলফামারীতে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সাধারণ শিক্ষার চেয়ে যারা কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল।

জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি-কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে এই দুই মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন।

জেলা শহরের কুখাপাড়ায় ২১ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত এই কারগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিয়মিত ও স্বনির্ভর কোর্সের ১২টি ট্রেডে প্রতি বছর ৪৮০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিতে পারবে।
২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে