বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ০৩:০৫:০৮

৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম, দেখতে মানুষের ভিড়

৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম, দেখতে মানুষের ভিড়

এমটিনিউজ ডেস্ক: নীলফামারীর ডোমার উপজেলায় মলদ্বারবিহীন ৬ পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হয়েছে। বিরল এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বামুনিয়া কাচারী এলাকায় আছির উদ্দীনের ছেলে মনছুর মিস্ত্রীর বাড়িতে একটি গাভী ওই বাছুরটির জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গা মতো থাকলেও বাছুরটির পিঠে অতিরিক্ত ২টি পা দেখা যায়।

গরুর মালিক মনছুর আলী জানান, তিনি গত ১ বছর যাবত গাভীটি লালন-পালন করছেন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখতে পাওয়া যায়, চারটি পা ছাড়াও পিঠের অংশে আরো দুটি পা রয়েছে।

তবে ৬ টি পা বিশিষ্ট বাছুরের পায়খানার পথটি বন্ধ থাকায় শুধু প্রশ্রাবের রাস্তা খোলা ছিল। তাই বাছুরটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে সার্জারির মাধ্যমে পায়খানার রাস্তাটি খুলে দেন।

ডোমার উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মাকর্তা (সম্প্রসারণ) মো. মোমিনুর রহমান জানান, বাছুরটির পায়খানার রাস্তা বন্ধ ছিলো সেটি সার্জারির মাধ্যমে খুলে দেয়া হয়েছে। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি সুস্থ আছে। বাছুরটির অতিরিক্ত পা দুটি তেমন কোনো সমস্যা নন বলে তিনি জানান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোনাক্কের আলী ডেইলি বাংলাদেশকে বলেন, বিষয়টি শুনেছি। বাছুরটি বায়ুপথ বন্ধ ছিলো তা অপারেশনের মাধ্যমে খোলা হয়েছে। এখন বকনা বাছুরটি সুস্থ আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে