বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ০৩:০৭:৩৮

৩৪ বছর বয়সে এসএসসি পাস করলেন নারী কাউন্সিলর রত্না

৩৪ বছর বয়সে এসএসসি পাস করলেন নারী কাউন্সিলর রত্না

এমটিনিউজ ডেস্ক: নীলফামারীতে ৩৪ বছর বয়সে এসএসসি পাস করেছেন রত্না রানী নামের এক নারী কাউন্সিলর। এ বছর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।

গত সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে রত্না রানী জিপিএ-৩.৫৫ পেয়েছেন।

রত্না রানী নীলফামারী শহরের নিউ বাবুপাড়া এলাকার বাসিন্দা। বিবাহিত জীবনে তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ২০২২ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নীলফামারী পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

রত্না রানী বলেন, পড়াশোনার শেষ নেই বা বয়স নেই। অষ্টম শ্রেণির সনদ নিয়ে নির্বাচন করে বিজয়ী হওয়ার পর পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। ইচ্ছে আছে এইচএসসি ও উচ্চতর ডিগ্রী অর্জন করার।

তিনি আরও বলেন, ২০০৬ সালে আমার মা মারা যান। তখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি। এরপর বিয়ে হয়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ফের পড়াশোনা শুরু করি। এতে আমার স্বামী, শাশুড়ি ও পৌরসভার মেয়র অনেক সহযোগিতা করেছেন।

রত্নার স্বামী শ্রী তারাকান্ত রায় বলেন, তার এমন অর্জনে আমি অনেক খুশি। তার পড়াশোনার ইচ্ছে দেখেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছিল। সে ভালোভাবে পাস করেছে। যতদূর সে পড়তে চায় তাকে পড়াবো।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল বলেন, রত্নার এমন সাফল্যে আমরা সবাই খুশি। মানুষের ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ায় বয়স কোনও বাধা নয় সেটা তিনি প্রমাণ করেছেন। তার জন্য সব সময় দোয়া থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে