নীলফামারী : ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভিক্ষুক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবীব।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবীব, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা দীপেন্দ্র নাথ সরকার, জলঢাকা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দীন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবীব জানান, চলতি বছরের মধ্যে জলঢাকা উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে। এ জন্য আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে উপজেলার তালিকাভুক্ত এক হাজার ভিক্ষুককে স্বাবলম্বী করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
ঘোষণার আগে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশ নেয়া ভিক্ষুকদের একটি করে কম্বল প্রদান ও দুপুরের খাবার পরিবেশন করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম