সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৬:৩২

ডোমার অনলাইন প্রেসক্লাব’র ব্যতিক্রমী ভালোবাসা বিনিময়

ডোমার অনলাইন প্রেসক্লাব’র ব্যতিক্রমী ভালোবাসা বিনিময়

মোঃ মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: ভালোবাসার শ্রেণীবিভাগ করতে বা এর সংজ্ঞা খুঁজতে গিয়ে কখনও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সখী ভালোবাসা কারে কয়? কিংবা কখনও গেয়েছেন আমারও পরাণও যাহা চায়, তুমি তাই তুমি তাই গো! ভালোবাসার বিনিময় আর অভিব্যক্তি প্রকাশের ধরণেও যেমন রয়েছে ভিন্নতা ঠিক তেমনি কিছু জুটির মধ্যে রয়েছে ভালোবাসা প্রকাশের সীমাবদ্ধতা । সাধারণ অর্থে অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকারাই একে অপরের সাথে প্রেম বিনিময় করে থাকে । আর মাধ্যম হিসেবে ব্যবহার করে ফুল। কিন্তু ভালোবাসার অর্থ শুধু প্রেমিক যুগলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিরল এক দৃষ্টান্তের সৃষ্টি করল নীলফামারী জেলার ডোমার উপজেলার কিছু সাংবাদিক। তারা রবিবার (১৪ ফেব্রুয়ারী) বিশ্ব ভালোবাসা দিবসে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধনের দিনে জাতীয় অনলাইন প্রেসক্লাব’র আহ্বায়ক প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের নের্তৃত্বাধীন জেলার ডোমার অনলাইন প্রেসক্লাব’র আয়োজনে এবার ব্যাতিক্রমী ভালোবাসা দিবস উদযাপিত হলো। ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে ডোমার অনলাইন প্রেসক্লাব স্থানীয় পর্যায়ের খেঁটে খাওয়া মানুষদের ফুল দেয়ার মাধ্যমে ভালবাসা ভাগাভাগি করে নেন । বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মেহনতী মানেুষের মাঝে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো হয়।

ভালোবাসা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিবুল্লাহ্ আকাশ । জেলা সাধারন সম্পাদক আপেল বসুনীয়া একজন ট্রাফিক পুলিশ কে ফুল দেয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্ধোধন করেন ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অনলাইন প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক ও ডোমার রিপোটার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো । এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ মন্ডল, ডোমার অনলাইন প্রেসক্লাব’র  সাংগঠনিক সম্পাদক আল-আমিন রহমান,সদস্য হরিদাস রায়,আব্দুল হাই, মোসাদ্দেকুর রহমান সাজু, গোপাল চন্দ্র রায়, লিটন সরকার, জুয়েল বসুনীয়া প্রমূখ ।  
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার অনলাইন প্রেসক্লাব’র সাধারন সম্পাদক রওশন আলম পাপ্পু ।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে