মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৮:৩৮

ডিমলায় জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ

ডিমলায় জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ

মহিনুল ইসলাম সুজন (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সোমবার সন্ধ্যায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি নাগরিক মোশারফ হোসেন নামে এক জেলেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে। মোশারফ হোসেন (৩৫)  উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের পুত্র কে ভারতের তিস্তা বস্তি ক্যাম্পের সদস্যরার ধরে নিয়ে যায়।

মোশারফ হোসেন বাংলাদেশ সীমান্তে তিস্তা নদীতে মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) চরখড়িবাড়ী ক্যাম্পের পক্ষ থেকে মঙ্গলবার সকালে আটক জেলেকে ফেরত চেয়ে ভারতের তিস্তা বস্তি বিএসএফ ক্যাম্পকে চিঠি প্রদান করেছে বলে চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জেলেকে উদ্ধারের জন্য ভারতে চিঠি প্রদান করা হয়েছে। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, মোশারফ হোসেন তিস্তা নদীতে মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে