নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট রেল ক্রসিংয়ে পুলিশের পিকআপ ভ্যানকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত পুলিশ সদস্য। নিহতরা হলেন-সৈয়দপুর থানার কনস্টেবল সামসুল, শরিফুল ও মাহিদুল।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সৈয়দপুর থানার ওসিসহ আরও অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ওই থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন।
এসআই নজরুল বলেন, সৈয়দপুর থানার একটি পিকআপ ভ্যান রাত সাড়ে ১১টার দিকে ঢেলাপীর রেলক্রসিং পার হওয়ার সময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়।
এতে পিকআপে থাকা সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেনসহ নয় পুলিশ সদস্য আহত হন।
তাদের উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কনস্টেবল সামসুল মারা যান।
পরে সেখান থেকে আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কনস্টেবল শরিফুল ও মাহিদুলের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে ঢেলাপীঢ় নামক রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায় সৈয়দপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে ভ্যানে থাকা এক পুলিশ সদস্য নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়। আর রাত পৌনে ২টার দিকে কনস্টেবল শরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৫ আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে