বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৬:১৬:২১

ডিমলায় ডেইরী মেলার উদ্বোধন

ডিমলায় ডেইরী মেলার উদ্বোধন

মহিনুল ইসলাম সুজন, (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার সকালে খগাখড়িবাড়ী হেলিপ্যাড মাঠে ৩দিন ব্যাপি ডেইরি মেলার উদ্বোধন করা হয়।
মঙ্গা মিটিগেশন প্রকল্পের উদ্দ্যেগে বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন বাস্তবায়নে মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগীতায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। তিস্তা নদী সংলগ্ন ইউনিয়নটির ৩হাজার পরিবারকে সাবলম্বী করার লক্ষে ২হাজার ৭৫টি উন্নত জাতের বকনা গরু, ছাগল ৪ হাজার ও ভেড়া ১ হাজার ৪শ বিতরন করা হয়। ডেইরী মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে।

সকালে মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহ আহসান হাবিব সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক  সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া, ইউপি সভাপতি হামিদুল ইসলাম, মনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ (রিক) প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম, প্রযেক্ট অফিসার খালেদ হোসেন, টেকনিক্যাল অফিসার শাহাজান আলী সরকার প্রমুখ। মেলায় সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন ও এনজিও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
৩ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে