বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৭:০৬:১৩

নীলফামারীতে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা

নীলফামারীতে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়নপত্র দাখিলের শেষদিন গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত নীলফামারী জেলা সদরের ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৫৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৫জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন । এরমধ্যে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে বলে জানা গেছে।লক্ষ্মীচাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন হলেন আঃ লীগের গোলাম মোস্তফা, বিদ্রোহী প্রার্থী শ্যামচরন রায়, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ও আশরাফ হোসেন।, সাধারণ সদস্য পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০।

পলাশবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন হলেন ওয়ার্কাস পাটির তপন কুমার রায়, আঃলীগের মমতাজ উদ্দিন,বিএনপির জগদীশ চন্দ্র রায়, জাতীয় পাটির চঞ্চল চ্যাটার্জি,স্বতন্ত্র ইব্রাহিম তালুকদার। সাধারণ সদস্য পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০।

চওড়াবড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন হলেন আঃ লীগের জুলফিকার আলী ভুট্ট, আঃ লীগের বিদ্রোহী প্রার্থী আবুল খায়ের বিটু, বিএনপির আনোয়ারুল ইসলাম,স্বতন্ত্র হিসাবে মমতাজুল ইসলাম ও মোশাররফ হোসেন।  সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, গোড়গ্রাম ইউনিয়নে চেযারম্যান পদে ৪ জন হলেন গোড়গ্রাম ইউনিয়নে ৪ জন প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছে আঃ লীগের রিয়াজুল ইসলাম, বিএনপির আনিছুজ্জামান সাহেব, স্বতন্ত্র হিসাবে ইলিয়াছ হোসেন ও মশিউর রহমান। সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, পঞ্চপুকুর ইউনিয়নে প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থীরা হলেন আঃলীগের হাবিবুর রহমান,আঃলীগের বিদ্রোহী ওয়াহেদুল ইসলাম,নাজমুল হক, বিএনপির অধ্যক্ষ রফিকুল ইসলাম, স্বতন্ত্র রুহুল আমিন সরকার ও আহমেদ আলী টিপু।সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন।
সকাল থেকে উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নীং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা  আজাদুল হেলাল আজ বৃহস্পতিবার এই প্রতিবেদককে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফসিলের প্রথম দফায় নীলফামারী জেলায় কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল না। দ্বিতীয় দফায় জেলা সদরের ৫টি ইউনিয়ন পরিষদে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে