শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৭:৫১:৩৫

নীলফামারীতে সম্পাদকের বাসা থেকে মোটরসাইকেল চুরি

নীলফামারীতে সম্পাদকের বাসা থেকে মোটরসাইকেল চুরি

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে প্রকাশিত “সাপ্তাহিক নীলফামারী চিত্র” পত্রিকার প্রকাশক ও সম্পাদক মকসুদ আলমের বাঙ্গালীপুর নিজপাড়া যমুনা লেনের  বাসার লোহার গেটের তালা কেটে দুইটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে চোরেরা একটি মোটরসাইকেল নিয়ে যেতে পারলেও অপরটি ওই বাসা থেকে প্রায় দুইশত গজ দূরে রাস্তায় ফেলে রেখে যায়।শুক্রবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।মকসুদ আলম সাংবাদিকদের জানান,তার দ্বিতল বাসার নিজতলায় প্রতিদিনের মতো তাঁর ব্যবহৃত একটি  ডিসকভার ১৩৫ সিসি কালো রঙের (নম্বর: নীলফামারী -ল-১১-০৭৬৪)এবং তাঁর ছোট ছেলে মিসবাহুল আলম মিশুর ব্যবহৃত একটি টিভিএস এ্যাপাচি-১৫০ সিসির লাল রঙের মোটরসাইকেল রাখা ছিল। গভীর রাতে চোরেরা ওই বাসার দুইটি লোহার গেটেরসহ মোটরসাইকেলের তালা (লক) কেটে দুইটি মোটরসাইকেলই বাসা থেকে বের করে নিয়ে যায় চোরেরা।তবে চোরেরা টিভিএস এ্যাপাচি মোটরসাইকেলটি চালু করতে না পারায় সেটি বাসার ২০০ গজ দূরে  রাস্তার মধ্যে ফেলে  পালিয়ে যায়।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে মকসুদ আলম নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।যাহার জিডি নম্বর: ২০০, তারিখ ০৪/০৩/২০১৬ইং।
সৈয়দপুর থানার  ওসি- আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের ব্যাপারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে