সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২১:৫৯

নীলফামারীতে পোস্টারে হুমকির পর মন্দিরে আগুন দিল দুর্বৃত্তরা

নীলফামারীতে পোস্টারে হুমকির পর মন্দিরে আগুন দিল দুর্বৃত্তরা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পোস্টারে হুমকি দেয়ার পর দুর্গা মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের কাকিনা চাঁপানী সার্বজনীন পুরাতন দুর্গা মন্দিরের এ ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলের্ও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।   

স্থানীয়রা জানান, ভোরে মন্দিরে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। তবে এর আগেই আগুনে পুড়ে যায় মন্দিরের সামনে রাখা বাঁশের বেড়া। ঘটনার সময় গ্রামবাসী মন্দিরের দেয়ালে সাঁটানো দুটি পোস্টার দেখতে পায়।

পোস্টারের একটি লাইনে লেখা ছিল ‘জামাত শিবির বাংলাদেশ জিন্দাবাদ’। অন্য লাইনে লেখা হয়েছে ‘পূজা পর্বন চলবে না? হরি মন্দির/দুর্গা মন্দির থাকবে না। হিন্দু বেটা পালাও -ভারতে।..গড়ব দেশ- জামাত শিবির। বাংলাদেশ- জিন্দাবাদ।…’

এলাকাবাসী পরে পোস্টারে হুমকি দেয়ার বিষয়টি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারসহ প্রশাসনকে জানায়। এরপর দুপুরে এমপি আফতাব উদ্দীন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকিনা চাঁপানী সার্বজনীন পুরাতন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি নলিনী মোহন রায়।

স্থানীয় এমপি আফতাব উদ্দিন সরকার বলেন, একটি মহল যুদ্ধাপরাধীর বিচার কাজে বিঘ্ন সৃষ্টি করতে চায়। তারা দেশকে সম্প্রদায়িক অস্থিতিশীল করতে চেষ্টা করছে।
১৪ এপ্রিল,২০১৫/এমটিনিউজ২৪/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে