রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৯:৩৪:১২

ডিমলা ছাত্রলীগের উদ্যোগে রচনা প্রতিযোগিতা

 ডিমলা ছাত্রলীগের উদ্যোগে রচনা প্রতিযোগিতা

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ এক ব্যতিক্রম কর্মসুচীর  উদ্যোগ নিয়েছেন।

ব্যতিক্রমী এই উদ্যোগটি হলো-নতুন প্রজন্মের তরুন-তরুনী শিক্ষার্থী ও নবীনদের দেশপ্রেমে জাগ্রত, মুক্তিযুদ্ধের সঠিক ইতাহাস জানাতে ও মুক্তিযুদ্ধে ৭ই মার্চের ভাষনের সঠিক গুরুত্ব,তাৎপর্য ব্যাখ্যাসহ দেশত্ববোধে আকৃষ্ট করতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ভিত্তিক ৭ই মার্চের ভাষনের রচনা প্রতিযোগিতা।

আজ ৫ই মার্চ শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫ টি বিদ্যালয়ে ডিমলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ,ডিমলা উচ্চ বিদ্যালয়,ডিমলা টেকনিক্যাল এন্ড বিএমআই স্কুল এন্ড কলেজ ও সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনীর শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। এতে উপস্হিত ছিলেন,ডিমলা উপজেলা ছাত্রলীগের সভাপতি-আবু সায়েম সরকার,সাধারন সম্পাদক-স্বাধীন ইসলাম,সহসভাপতি-রায়হান কবির,সহ-সাধারন সম্পাদক-আমিনুর ইসলাম,নাহিদ ইসলাম,সাংগঠনিক সম্পাদক-ইরফান আহম্মেদ মিঠু,রুবেল ইসলাম (টেকো)ডিমলা সদর ছাত্রলীগ সভাপতি-নুরন্নবী ইসলাম,উপজেলা ছাত্রলীগ নেতা-সুমন,লাকু,মিথুন সরকারসহ অনেকেই।
প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী প্রতিটি বিদ্যালয়ের মোট ৩ জনকে বিজয়ী হিসেবে বাছাই করে ডিমলা কেন্দ্রীয় শহীদ মিনারে চুরান্তপর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হবে ৭ই মার্চ।উক্ত দিনে পুরুস্কার বিতরনী ও ছাত্রসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সভাপতিত্ব করবেন ডিমলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার।
৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/ কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে