মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: “অধিকার ও মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর ছয় উপজেলা শহরে মানববন্ধন করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। জেলা প্রশাসনের সহযোগীতায় আজ রবিবার সকাল থেকে ঘন্টাব্যাপী জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন চলে। বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন কে সামনে রেখে বাল্য বিবাহ বন্ধ, নারীর প্রতি সহিংসতা রুখতে এবং যৌতুক প্রতিরোধ বিষয়ক সচেতনা মুলক প্রচারনার কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী , সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, মহিলা পরিষদের সভাপতি এলএন রোকেয়া, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান রাবেয়া আলিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান বক্তব্য রাখেন।
অপর দিকে একইভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় জেলার ন্যায় সকল কর্মসুচী পালন করা হয়।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস