শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৮:৪১:৫৭

ডিমলায় পল্লীশ্রী রি-কল প্রকল্পের স্মার্ট ফোন বিতরণ

ডিমলায় পল্লীশ্রী রি-কল প্রকল্পের স্মার্ট ফোন বিতরণ

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পল্লীশ্রী রি-কল প্রকল্পের ১ শ স্মার্ট ফোন বিতরণ করা হয়েছে। বৃহঃবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ৫ টি ইউনিয়নের চর এলাকার দরিদ্র ও হতদরিদ্র নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে রেজিলিয়েন্স থ্রো ইকোনোমিক ইম্পাওয়ারম্যান্ট, ক্লাইমেট অ্যাডাপটেশন, লিডারশীপ এ্যান্ড লার্নিং (রি-কল) প্রকল্প বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যকে সফল করার লক্ষে ১শ টি স্মার্ট ফোন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। পল্লী শ্রী’র চেয়ার পার্সন মাছুমা খাতুন, নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন ও টেপাখড়িবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান-রবিউল ইসলাম শাহীনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে