শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ১২:০৭:২৪

জিয়া মুক্তিযোদ্ধা নন: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর

জিয়া মুক্তিযোদ্ধা নন: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর

মহিনুল ইসলাম সুজন,-নীলফামারী প্রতিনিধিঃ শেখ হাসিনা যে ভাবে দেশের উন্নয়ন করছে তা কোন সরকার করতে পারে নাই বলে
দাবী করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। তিনি আরো বলেন জিয়া মুক্তিযোদ্ধা ছিলনা।যদি কোন বইয়ে জিয়াকে মুক্তিযোদ্ধা হিসাবে দেখাতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষনা দেন। জিয়া নিজে কোন যুদ্ধ করেনী।তিনি সুরক্ষিত স্থানে থেকে নির্দেশ দিয়েছিলেন। জিয়া মুক্তিযোদ্ধা নন তার দলিল হিসাবে তিনি বলেন, জিয়া মুক্তিযোদ্ধা বিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়ে প্রমান করেছে সে মুক্তিযোদ্ধা ছিলনা এবং ৭১ সালে জিয়াকে কেউ চিনতো না বলে তিনি উল্লেখ করেন। বুদ্ধিজীবীদের নিয়ে বিরুপ মন্তব্য করায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় সম্পর্কে বলেন,বুদ্ধিজীবীদের বুদ্ধি ছিল না তিনি কি করে একথা বলেন। তিনি আজ শুক্রবার রাতে নীলফামারী জেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত স্বাধীনতার ৪৫ বছর পর “হৃদয়ে স্বাধীনতা ডোমার” স্মুতিসৌধ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান নুর জামায়াতকে এখনেই নিষিদ্ধের দাবী তুলে বলেন, জামায়াতের শুধু না, বিএনপিরও রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর একটি কন্ঠস্বরের কারনেই সকলেই যুদ্ধে ঝাপিয়ে পরে অথচ বিএনপি বলে জিয়া স্বাধীনতার ঘোষক ছিল। কালুর ঘাটের দুর্বল বেতার কেন্দ্র থেকে জিয়া কি ঘোষনা দিয়েছে জনগন কোনদিন শুনেনি। একজন মেজরের ডাকে কখনো দেশ স্বাধীন হতে পারে না। তিনি আরো বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনা তারা জ্ঞানপাপী।
তিনি শেখ হাসিনাকে সাহসী নেত্রী অবহিত করে বলেন, তার উপর বার বার হামলা হয়েছে হত্যা করার জন্য। কই খালেদা জিয়াকে হত্যার জন্য তো কোন হামলা হয়নি। তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতি করা হয়েছিল কিন্তু সময় ইতিহাসকে দাবিয়ে রাখতে পারেনা বলে আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকলেই জানতে পারছে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরও মুক্তিযোদ্ধাদের জন্য তিনি কিছুই করেননি। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান-বীরমুক্তযোদ্ধা তবিবুল ইসলাম, সামাজিক সহায়তা উদ্যোগ (বীরঙ্গনা সহায়তা কার্যক্রম) এর পরিচালক ড.আবু মোঃ দেলোয়ার হোসেন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরন্নবী, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু,মুক্তিযোদ্ধা জিএম রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদসহ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানের আগে সন্ধায় ৪৫ বছর পর নির্মিত হৃদয়ে স্বাধীনতা ডোমার স্মৃুতিসৌধের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলার ২৫ জন বীরঙ্গনাকে সম্মাননা প্রদান করেন তিনি।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস /কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে