রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৭:৫৮:২২

সিআইডির অভিযানে ৬ অপহরণকারী গ্রেফতার, ব্যবসায়ী উদ্ধার

 সিআইডির অভিযানে ৬ অপহরণকারী গ্রেফতার, ব্যবসায়ী উদ্ধার

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: সিআইডির অভিযানে নীলফামারীর ডোমার উপজেলায় ৬ অপহরণকারী গ্রেফতার হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে অপহরনের শিকার ভুট্টা ব্যবসায়ী রব্বানী(৩৮)নামে এক ব্যক্তি। আজ রবিবার ২৭ ভোরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়া গ্রামে এই অভিযান চালায় সিআইডি।
দিনাজপুর সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার (পিপিএম) আনোয়ার হোসেন মিয়া  জানান, অপহরণকারীরা গত ২৫ মার্চ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশ্বর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ভুট্টা ব্যবসায়ী রব্বানীকে দিনাজপুর শহরের রামসাগর এলাকা থেকে অপহরণ করে। এরপর অপহরণকারীরা রব্বানীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসাবে ৭ লাখ টাকা দাবি করে আসছিল।
রব্বানীর পরিবারের লোকজন এ ঘটনায় দিনাজপুর থানায় ২৬ মার্চ সকালে একটি মামলা দায়ের করে (যাহার মামলা নম্বর-৪৭)। তাৎক্ষনিকভাবে মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়। দিনাজপুর সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া কৌসলে অপহরণকারীদের দাবি মেনে নেয়।
এবং অপহরণকারীদের ঠিকানা অনুযায়ী মুক্তিপণের টাকা প্রদানের সময় নীলফামারীর ডোমার উপজেলায় ৬ অপহরনকারীকে গ্রেফতারসহ ও অপহরনকৃত ব্যক্তি রব্বানীকে উদ্ধার করের। গ্রেফতারকৃত অপহরনকারীরা হলো ডোমারের বাগডোকড়া গ্রামের  আমিুনুল ইসলাম ছেলে সাবু (৩০), আলী হোসেন ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৩)  মৃত দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম(২৮) ও নুরুল ইসলাম রুবেল(২৭), নাছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৫) ও দিনাজপুরের  আলাউদ্দিন মিয়ার ছেলে রুস্তম আলী (৫০)।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে