সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ১০:০৪:০০

চুরির টাকা উদ্ধারে আধুনিক প্রযুক্তির ব্যবহার: অর্থমন্ত্রী

চুরির টাকা উদ্ধারে আধুনিক প্রযুক্তির ব্যবহার: অর্থমন্ত্রী

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে নিজেদের অসর্তকতা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। চুরি যাওয়া টাকা উদ্ধারে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
আজ রবিবার বিকেলে বেসরকারী টেলিভিশন চ্যানেল আই এর উদ্যোগে “কৃষি বাজেট কৃষকের বাজেট” অনুষ্ঠানে যোগ দিতে বিকেল সারে পাঁচটায় একটি বেসরকারী হেলিকপ্টারে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে নামেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নীলফামারীর স্হানীয় এমপি  আসাদুজ্জামান নুর।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক অর্থ মন্ত্রীকে ফুল  উপহার দিয়ে স্বাগত জানান।এ সময়  উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের জবাবে তিনি।
অর্থ মন্ত্রী আরো বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার যেমন ভাল দিক রয়েছে তেমনি খারাপ দিকও আছে। কিছু অসাধু মানুষ  তথ্য প্রযুক্তিকে খারাপ ভাবে ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি করেছে। তবে আমরা টাকা উদ্ধারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। ইনশাল্লাহ্ আমরা সফল হব এবং আমাদের চুরিকৃত টাকা উদ্ধার করতে পারব।
২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে