মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: রেলভ্রমনে যাত্রী সেবা বৃদ্ধির জন্য সদ্য ভারত থেকে আমদানীকৃত রেলকোচ ও সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলওয়ের মহা পরিচালক আমজাদ হোসেন।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে কারখানায় রাখা ৪০টি নতুন ভারত থেকে আমদানীকৃত রেলকোচ ও রেলওয়ে খানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক(আরএস) সামছুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান, রেলওয়ের প্রধান প্রকৌশলী, রেলওয়ের প্রধান প্রকৌশলী(ইলেট্রিক) প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিজি খায়রুল আলম, রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ইফতেখার আহমদ, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন প্রমুখ। এদিকে ভারত থেকে দুই দফায় সদ্য আমদানীকৃত ৪০টি উন্নতমানের রেলকোচের সিস্টেম ও চলাচলে বিষয়ে পরিক্ষা নিরিক্ষার জন্য ভারত থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসেছে ভারতীয় রেলওয়ের একটি প্রকৌশলী দল। দলটি রেলকোচ গুলোর ওজন মতা, কারিগরি উপযুক্ততা ও অন্যান্য যান্ত্রিক কর্মমতা পরীা করছেন । পরীা-নিরীা শেষে কোচগুলো কমিশনিং করা হবে।এ প্রসঙ্গে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ইফতেখার আহমদ বলেন, ভারতীয় রেলওয়ের প্রতিনিধি দলটি রেলওয়ের যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিণ দেবেন। সুত্র মতে সম্ভব হলে বাংলা নববর্ষে ভারত থেকে দুই দফায় আসা ৪০টি রেল কোচের মধ্যে কমপে একটি বা দুটি ট্রেন চালানো হতে পারে। তবে তা চুড়ান্ত করা হয়নি।তবে আগামী জুন মাস থেকে নতুন রেলকোচ গুলো পুরোপুরি ভাবে চলাচল করবে।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস