সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ১১:৩৭:১৯

'দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে অবশ্যই উন্নয়ন হবে'

'দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে অবশ্যই উন্নয়ন হবে'

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা সদরের খোকশাবাড়ি, পলাশবাড়ি ও গোড়গ্রাম ইউনিয়নের ৫টি সড়ক পাকাকরণের কাজের ভিত্তি ফলক উম্মোচন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
গত রবিবার (২৪ এপ্রিল) তিনি এসব রাস্তা পাকা করনের আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্ধোধন করেন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মসুচিতে স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) তত্বাবধানে অগ্রাধীকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন ২ প্রকল্পের আওতায় ৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে প্রায় ১০ কিলোমিটার সড়ক পাকা করণ করা হচ্ছে ওই সব এলাকায়।
সকাল ১১টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের টেপুরডাঙ্গা বাজারে ও ১২টার দিকে  খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্তরে, প্রথম দুপুরের দিকে গোড়গ্রাম ও শেষ দুপুরের দিকে পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা বাজারে পৃথক দুটি অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য দেন।
এসব অনুষ্ঠানে মন্ত্রী বিগত দিনের জামায়াত বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ধর্মের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। তারা বলেছে এটা তাদের আন্দোলন, কিন্তু এটা কোনো আন্দোলন নয়, এটা ধ্বংসাত্বক মনোভাব। এটা না হলে আমরা আরও এগিয়ে যেতাম। দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে অবশ্যই উন্নয়ন হবে। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সহকারী পুলিশ সুপার মো. ফিরোজ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদসহ জেলা  নেতৃবৃন্দ।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে