মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৩:৩৩:৪৮

র‌্যাবের দফতর উড়িয়ে দেয়ার হুমকি: আটক যুবক

র‌্যাবের দফতর  উড়িয়ে দেয়ার হুমকি:  আটক যুবক

নীলফামারী থেকে : `ব্রাশ ফায়ারে ক্যাম্প উড়িয়ে দেবে আইএস, পারলে সরকার ঠেকাক` মোবাইলে এমন ক্ষুদেবার্তা পাঠিয়ে হুমকি দেয়ার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে শরিফুল ইসলাম চৌধুরী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

তার বিরুদ্ধে র‌্যাব-১৩ রংপুর অঞ্চলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাসহ সৈয়দপুর থানায় সোপর্দ করেছে। ওই যুবককে সোমবার আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত শুনানির তারিখ নির্ধারণ করে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শহরের হাতিখানা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম চৌধুরীর ছেলে শরীফুল ইসলাম চৌধুরী গত ৫ জুলাই নিজের মোবাইল ফোন থেকে র‌্যাবের নীলফামারী ক্যাম্পের মোবাইল নম্বরে হুমকি দিয়ে ক্ষুদেবার্তা পাঠায়। ওই বার্তায় তার দল আইএস হামলা চালাবে বলে উল্লেখ করা হয়।

সেইসঙ্গে র‌্যাবের দফতরসহ র‌্যাব সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেয়া হবে- এমন হুমকি দেয়া হয়। তবে ৫ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকায় বিষয়টি জানা যায়নি। কিন্তু গত ১৫ জুলাই নতুন কর্মকর্তা মোবাইল ফোনটি নিয়ে মেসেজ পর্যালোচনা করলে হুমকির ঘটনাটি প্রকাশ পায়।

পরে র‌্যাব মোবাইল ট্র্যাকিং করে ওই হুমকিদাতা যুবককে শনাক্ত করে। এরপর সন্দেহভাজন জঙ্গি হিসেবে তার ওপর গোয়েন্দা নজরদারি করে শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব তাকে সৈয়দপুর শহরের পাঁচমাথা ফল মার্কেট মোড় থেকে আটক করে রংপুর-১৩ র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সেখানে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তার মোবাইল ফোনটি ৫ জুলাই সন্ধ্যায় হারিয়ে যায়। অথচ মোবাইলে হুমকি দিয়ে এসএমএস করা হয়েছে ওইদিন দুপুরে। জিজ্ঞাসাবাদে তিনি মেসেজ পাঠানোর কথা স্বীকার করেন বলে র‌্যাবের মামলায় উল্লেখ করা হয়। পরে তাকে রোববার রাতে গ্রেফতার দেখিয়ে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দেয়া হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

১৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে