পঞ্চগড় : পঞ্চগড়ের এক মেডিক্যাল অফিসার ছয় বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই নিখোঁজ চিকিৎসকের নাম ডা. তানিয়া তাজরিন লায়লা। কর্মস্থলে ছয় বছরের অনুপস্থিতিতে তিনি বেতন ভাতাদিও তুলেননি। ওই চিকিৎসক অন্য কোথাও রয়েছেন কিনা, স্বাস্থ্য বিভাগ থেকেও এ বিষয়ে কিছু জানা যায়নি।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এম.আর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ডা. তানিয়া তাজরিন দীর্ঘ ছয় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১ জুলাই মেডিক্যাল অফিসার হিসেবে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন ডা. তানিয়া তাজরিন লায়লা। পরে তাকে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়। ওই স্বাস্থ্য কেন্দ্রে এক বছর কর্মরত থাকার পর ২০১১ সালের ১০ জুলাই কোনও প্রকার ছুটি না নিয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন। এরপর আজ পর্যন্ত তিনি কর্মস্থলে ফিরে আসেনি।
হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় মিরপুরের পল্লবী এলাকায় অবস্থিত ডা. লায়লার স্থায়ী ঠিকানায় একাধিকবার চিঠি পাঠিয়েছে। কর্মস্থল ত্যাগ করার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নিয়ম থাকলেও ওই চিকিৎসক তা করেননি।
কাগজে কলমে লায়লা এখনও ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক হিসেবে বহাল থাকায়, সেখানে অন্য কোনও মেডিক্যাল অফিসারকে নিয়োগ করাও যাচ্ছে না। ফলে ঝলইশালশিরি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী।
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম