পঞ্চগড় : দেশের অন্যান্য জেলার মতো পঞ্চগড়েও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্তও জেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটও পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও কেন্দ্রের বাইরে উৎসবমুখর পরিবেশে ভোটার, প্রার্থী ও প্রার্থীর সমর্থকসহ শত শত উৎসুক জনতা ভিড় করছেন।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহিনুজ্জামান শিশির জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে একটি ভোটও পড়েনি। তিনি বলেন, ‘আমরা এখনও বসেই আছি।’
কেন্দ্রের বাইরে উৎসুক জনতা
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৫ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলায় মোট ৫৮২ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে ৪৪৭ জন পুরুষ ও ১৩৫ জন মহিলা ভোটার।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
২৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম