রবিবার, ০৭ মে, ২০১৭, ০৯:০৮:৩৯

তেঁতুলিয়ায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ফসল-ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

তেঁতুলিয়ায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ফসল-ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

পঞ্চগড় থেকে: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়  শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে বিভিন্ন ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৬ মে) বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টার শিলাবৃষ্টিতে তেঁতুলিয়ার কয়েকশ ঘরবাড়ির টিন ফুটো হয়ে গেছে, উড়ে গেছে টিনের চালা। অসংখ্য গাছ-পালা ভেঙে গেছে। বিছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ভেঙে গেছে যানবাহনের গ্লাস।

এ সময় শিলাবৃষ্টি ও বজ্রপাতে শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঝড়ের পরপরই তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস ও কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ধান, মরিচ, ভুট্টা, পাট, তিলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় মাপের শিলাবৃষ্টি হওয়ায় এসব ফসলের ক্ষতি বেশি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে জানান , ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পরবর্তীতে তাদের সহযোগিতা প্রদান করা হবে।’
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে