রবিবার, ২৭ মে, ২০১৮, ০৯:১৩:৫৫

এক বজ্রপাতের আগুনে পুড়ে গেলো ৬টি বাড়ি

এক বজ্রপাতের আগুনে পুড়ে গেলো ৬টি বাড়ি

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতের আগুনে পুড়ে গেছে ৬টি বাড়ি। এসময় চারটি গরুসহ সাড়ে ৩ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে। রোববার ভোরে মির্জাপুর ইউনিয়নের ঝলঝলি গ্রামে বজ্রপাত ও অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার ভোর ৭টার পর মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। প্রচণ্ড শব্দে বজ্রপাতের এক পর্যায়ে ঝলঝলি গ্রামরে বশির উদ্দিনের গরু ঘরে আগুন ধরে যায়। আগুনে তার ভাই মুক্তারুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে পঞ্চগড় জেলা শহর থেকে গিয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দুটি পরিবারের ছয়টি ঘর, চারটি গরু আগুনে পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাপত্রও পুড়ে গেছে।

পঞ্চগড় দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, বজ্রপাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এর মধ্যেই ছয়টি ঘর আগুনে পুড়ে যায়। আগুনে সাড়ে তিন লাখ টাকার সম্পদ ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলি বলেন, আমি অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারদের উপজেলা এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে