রবিবার, ১৩ জুন, ২০২১, ০৬:৩১:৩০

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো ট্রেনের শত শত যাত্রী

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো ট্রেনের শত শত যাত্রী

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো ট্রেনের শত শত যাত্রী! রেল লাইনে ভারতীয় পণ্যবাহী ট্রাক বিকল হওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকামূখী দ্রুতযান ট্রেনের শতশত যাত্রী।

আজ রবিবার দুপুর ১২টা ৭মিনিটে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা অতিক্রমকালে এ ঘটনা ঘটে। ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসে।

এদিকে হিলি রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশনের প্রবেশের পূর্ব মূহুর্তে ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক রেললাইনের উপর বিকল হয়ে যায়। 

এসময় চেকপোস্ট এলাকায় কর্মরত সিএন্ডএফের কর্মচারী হান্নান লাল পতাকা তুললে দুর্ঘটনা কবল এলাকা থেকে ২শ গজ দূরে ট্রেনটি থামাতে সক্ষম হয়। লাইনের উপর থেকে অন্য একটি ট্রাক দিয়ে বিকল ট্রাকটিকে সরনোর পর ট্রেনটি সেখানে ৫ মিনিট অপেক্ষার পর আবারো ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে