শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ১২:৫০:২৮

আসামিদের অব্যাহতি, ঘোড়ার মাংস খাওয়া নিয়ে যা বললেন আদালত

আসামিদের অব্যাহতি, ঘোড়ার মাংস খাওয়া নিয়ে যা বললেন আদালত

পঞ্চগড়ের বোদায় ঘোড়ার মাংস বিক্রয় নিয়ে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিযুক্ত দুই যুবক। গতকাল বুধবার পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া যুবকরা হলেন মো. সানাউল্লাহ (৩২) ও হামিদুর রহমান (৩৩)। আদেশে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সোবহানকে দ্বায়িত্ব পালতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে যা বলা হয়েছে, ‘পর্যালোচনায় ঘোড়ার মাংস খাওয়া হালাল ও বৈধ মর্মে উল্লেখ থাকায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামি মো. সানাউল্লাহ এবং হামিদুর রহমান দ্বয়ের বিরুদ্ধে পেনাল কোডের ২৭৩ ধারায় প্রসিকিউশন দাখিলের আবেদন না মুঞ্জর করা হইলো।’

আরও বলা হয়েছে, ‘ঘোড়ার মাংস খাওয়া হালাল সত্ত্বেও বিনা অপরাধে আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (গ) তৎসহ পেনাল কোডের ২৭৩ ধারায় এজাহার দায়ের করায় এজাহারকারী বোদা থানা পুলিশের উপ-পরিদর্শক লিপন কুমার বসাককে তিরস্কার করা হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে