সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ১৬ ডিসেম্বর পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে তৈরি করা হয় বিশাল মানব মানচিত্র। মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উপলক্ষ্যে ৫০ সংখ্যাকেও মানবপ্রাচীর দিয়ে বানানো হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় আট হাজার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শপথ পাঠ করেন বলে জানা গেছে। দৃষ্টিনন্দন ও ব্যাতিক্রমী এই মানব মানচিত্রের ছবি এখন সোস্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল!
দৃষ্টিনন্দন মানব মানচিত্র প্রসঙ্গে পঞ্চগড় জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজস্ট্রেট মো. মাসুদুল হক বলেন, এই মানব মানচিত্র তৈরি করতে আমাদের অনেক লোকবল নিয়ে প্রায় সপ্তাহব্যাপি শ্রম দিতে হয়েছে। তবে পঞ্চগড়ের সুযোগ্য জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম স্যারের নির্দেশে এমন একটি দৃষ্টিনন্দন মানবমানচিত্র সফলভাবে বানাতে পেরে আমরা সবাই বেশ খুশি।