মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৭:২৮:২৭

বোদায় সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীর সাথে মতবিনিময়

বোদায় সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীর সাথে মতবিনিময়

মো: সাজ্জাদ হাসান আল তারিক সবুজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের বোদায় সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীর সাথে এক মতবিনিময় সভা আজ মঙ্গবার বিকেলে সাবেক নাজিরগঞ্জ ছিটমহলে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক সালাউদ্দীন আহম্মেদ এর সভাপত্বিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রনালয়ের সচিব মেছবাহ উল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি রেকর্ড ও জরিপ অধিপ্তরের মহাপরিচালক মো: আব্দুল জলিল।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালাউদ্দীন আহম্মেদ। এর পরে সরাসরি প্রশ্নত্তোর পর্বে  ছিটমহলবাসী র  বিভিন্ন সমস্যা ও দাবী  পেশ করেন সাবেক ছিটমহল সমন¦য় কমিটির সদস্য সচিব হবিবর রহমান, ছিটমহলবাসী  মো: কাসেম, মো: দুলাল, মো: মোফাজ্জল হোসেন প্রমুখ।  সভায় প্রধান অতিথি ভুমি সচিব ছিটমহলবাসীর সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন যে, জমির মালিকানা তথ্য ডিজিটাল করা হবে, যিনি যে জমির মালিক তিনিই সে জমির মালিক থাকবেন, জমির ম্যাপ হবে ডিজিটাল এবং আগামী জুন-জুলাইয়ের মধ্যে জমির মালিকানার কাগজপত্র হস্তান্ত করা হবে।
এছাড়াও তিনি বলেন যে, সবকিছু ডিজিটাল করার ফলে মোবাইলে জমির দাগ, খতিয়ান এবং জমির মালিকানা দেখা যাবে। মতবিনিময় সভায় সাবেক সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীসহ বিভিন্ন সরকারী  দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক,সামাজিক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে