সাজ্জাদ হাসান সবুজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বিনামূল্যে ল্যাপটপ বিতরণ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এরোলাইট আইসিটি এডুকেশন ঢাকা এর আয়োজনে আজ শনিবার দুপুর ২.০০ টায় বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে উক্ত ল্যাপটপ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে আইসিটি শিক্ষার সম্প্রসারণে এরোলাইট আইসিটি এডুকেশন বোদা মহিলা মহাবিদ্যালয়ে লানিং এন্ড আর্নিং প্রোগামের আউট সোসিং কাজের জন্য কলেজের ৪১ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মাঝে বিনামুল্যে ল্যাপটপ বিতরণ,তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করেন।
মহাবিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি আব্দুর রউফ এর সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য এ্যাড.নুরুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়াল, বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জান সুজা, সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এরোলাইট আইসিটি এডুকেশন এর প্রধান নির্বাহী কর্মকতা ফজলুল হক সাজ্জাদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,বোদা পাথরাজ মহাবিদ্যালয় এর উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, বোদা মহিলা মহাবিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য সাজ্জাদ হাসান আল তারিক সবুজ প্রমুখ।
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস