সাজ্জাদ হাসান সবুজ বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ভোক্তা অধিকার আইন অমান্য, মেয়াদউর্ত্তীন খাদ্যদ্রব্য, লাইসেন্স বিহীন ক্লিনিক ব্যবসা ও অপরিচ্ছন্ন পরিবেশ এর দায়ে ০৩ টি ক্লিনিক ও ০১ টি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে বোদা পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মুন ষ্টার হোটেল কে ১৫ হাজার টাকা, নিরাময় ক্লিনিক এন্ড ডায়গনিষ্টক সেন্টারকে ৩০ হাজার টাকা, মর্ডান ক্লিনিককে ১৫ হাজার টাকা ও আয়েশা ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট শাহিন রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সিভিল সার্জন অফিস এর সহকারী সার্জন এবং র্যাব-১৩ এর ডিএডি সিরাজ।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস