শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৪:২৪:১৭

বোদায় বিদ্রোহীদের নিয়ে চরম বিপাকে আ.লীগ

 বোদায় বিদ্রোহীদের নিয়ে চরম বিপাকে আ.লীগ

সাজ্জাদ হাসান আল তারিক সবুজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: আগামী ৩১ মার্চ  ২য় ধাপে অনুষ্ঠিত হচ্ছে  বোদা উপজেলার ০৬ টি ইউনিয়নের ইউপি নির্বাচন। এরই প্রেক্ষিতে কেন্দ্র থেকে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা বিদ্রোহী প্রার্থী এবং অভ্যন্তরীন কোন্দলে চরম বিপাকে পড়েছে। বোদা উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ০৪টিতে রয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী। আওয়ামীলীগের মনোনয়ন না পাওয়া বর্তমান এক চেয়ারম্যান সহ ৫ জন বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন তারা। ০১ নং ঝলইশালসিরি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম। ৭ নং চন্দনবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মানিরুল কাদের এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বাবু মহানন্দ। ০৮ নং বোদা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক মশিউর রহমান মানিক এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন প্রধান এবং ১০ নং পাচপীর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী খয়রুল আলম খানের বিরুদ্ধে বিদ্রাহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির প্রধান। বাকী ২ টি ইউনিয়নে আওয়ামীলীগের কার্যত কোন বিদ্রোহী প্রার্থী না থাকলেও রয়েছে অভ্যন্তরীন কোন্দল। ০৮ নং বোদা ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী মশিউর রহমান মানিক বলেন দল থেকে তাকে নমিনেশন প্রদান করা হলেও দলের দায়িত্বশীল নেতাকর্মীদের কাছ থেকে কোন সহযোগিতা না পাওয়ায় কিছুটা অস্বস্তি কাজ করছে। স্থানীয় আওয়ামীলীগের গ্রুপিংয়ের কারণে অনেক নেতাকর্মী প্রকাশ্যে ও গোপনে তাদের বিরোধিতা করছেন।
বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি বলেন “ স্থানীয় ভাবে নিজেদের ভিতরে নানা কারনে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বিপক্ষে কোন নেতাকর্মী কাজ করছেন এমন অভিযোগ আমার জানা নেই। যদি কোন নেতাকর্মীর বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ পাওয়া যায়  তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে”। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা জানান বিদ্রোহী প্রার্থীরা জোরালো ভাবে মাঠে নামায় এবং নেতাকর্মীরা দু-তিন ভাগে বিভক্ত হয়ে পড়ায় এখনেই তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করে নিয়ন্ত্রন করতে না পারলে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা নির্বাচনী ফলাফলে চরম বিপাকে পড়ছে পারেন।
উল্লেখ্য সাবেক ছিটমহলবাসীর নাগরিকত্ব,ভোটার তালিকায় নাম উত্তোলন জটিলতায় বোদা উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ০৪ টি ইউনিয়ন ময়দানদিঘি, বেংহাড়ী,বড়শশী এবং মাড়েয়ার তফশিল বাতিল করেছে নির্বাচন কমিশন।
১২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে