শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১১:০০:৩৫

বোদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান শুরু

বোদায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবসের অনুষ্ঠান শুরু

মো: সাজ্জাদ হাসান আল তারিক সবুজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান চলছে। আজ সকাল ৮.৩০ মিনিটে উপজেলা প্রশাসন এর আয়োজনে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  এরপর বোদা থানা পুলিশ দল, আনসার ভিডিপি দল, পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউটস, গার্লস ইন স্কাউটস ও কাব দলের অংশগ্রহনে  কুচ্কাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন করা হয়।  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আউয়াল।
কুচকাওয়াজ ও ডিসপ্লের পর বেলা ১১.০০ টায় জাতীয় সূর্য সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের সংম্বর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এবং  সন্ধ্যা ৬.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে “সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার ”  ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড় -২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড: নুরুল ইনলাম সুজন । এর আগে রাত ০০.০১ মিনিটে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে