শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৪:২৮:৫৯

সন্ধান মেলেনি সৈকতে ডুবে যাওয়া মেডিক্যাল ছাত্রের

 সন্ধান মেলেনি সৈকতে ডুবে যাওয়া মেডিক্যাল ছাত্রের

পটুয়াখালী : সন্ধান মিলেনি সৈকতে ডুবে যাওয়া মেডিক্যাল ছাত্রের।  কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমেছিলেন বরিশাল মেডিক্যালের তৃতীয়বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধান মেলেনি তার।

মামুনের উদ্ধার অভিযান বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হয়।  নিখোঁজ মামুনের বাড়ি ঢাকার গাজীপুরে বলে জানিয়েছেন তার সহপাঠী সাজিদ।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ সঞ্জয় মণ্ডল জানান, বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেডিক্যালের ৫৫ জনের একদল ছাত্র কুয়াকাটা বেড়াতে আসেন। তারা আবাসিক হোটেল কিংসে ওঠেন।  

তিনি জানান, বিকেলে সাগরে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন মামুন। বিকেল ৫টা থেকে তল্লাশি অভিযান শুরু করে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান বলেন, নিজস্ব নৌযান না থাকায় জেলেদের ট্রলারে নিখোঁজ মামুনের সন্ধান চালানো হচ্ছে।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে