পটুয়াখালী : কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলো মেডিকেল ছাত্র মাহমুদুর রহমান মামুন। দীর্ঘ প্রতিক্ষার পর কুয়াকাটা সৈকতে জেলেদের জালে মিলে মামুনের লাশ।
শনিবার বিকেলে কুয়াকাটার পশ্চিম পয়েন্টে জেলেদের জালে আটকে গেলে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে কুয়াকাটা নৌ পুলিশ।
কুয়াকাটা নৌ পুলিশের এসআই সঞ্জয় মণ্ডল জানিয়েছেন, উদ্ধারের পরই কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান লাশের সুরাতহাল সম্পন্ন করেন।
এরপর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার দুপুরের পর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন মামুন। ওইদিন বিকেল থেকে শুরু হয় উদ্ধার তৎপরতা।
কুয়াকাটা নৌ পুলিশ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় নিখোঁজ মামুনের সন্ধান চালায়।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস