বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:০৮:১৬

পটুয়াখালীতে ইজতেমা শুরু

পটুয়াখালীতে ইজতেমা শুরু

পটুয়াখালী : বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

শহরের বাধঘাট বাজারস্থ মার্কাস মসজিদের উদ্যোগে দ্বিতীয়বারের মত পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে কৃষি বিমান অবতরণ কেন্দ্রে এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা জানান, প্রায় ছয় লাখ স্কয়ার ফিট এলাকা জুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। জেলা ইজতেমায় পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও বিদেশি মুসল্লিসহ অন্তত দুই থেকে আড়াই লাখ মুসল্লি অংশগ্রহণ করছেন। ময়দানে ইতোমধ্যে বিদেশি মেহমানদের জন্য টিন সেডের ঘর নিমার্ণ করা হয়েছে।

ইজতেমাকে ঘিরে মাঠের চারদিকের পুকুরে মুসল্লিদের অজু ও গোসলের জন্য ঘাটলা নির্মাণ করা হয়েছে। বিশুদ্ধ খাবার পানির জন্য অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ৪০টি পানির ট্যাঙ্ক। এছাড়াও ইজতেমা মাঠের উত্তর ও দক্ষিণ পাশে প্রয়োজনীয় সংখ্যক টয়লেট নির্মাণ করা হয়েছে।

তাবলিগ জামায়াতের আহলে শুরা সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে ভোলা মার্কাস মসজিদের শুরা সদস্য মাও. তৈয়বুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার দুপুরে অখেরি মোনাজাতের মাধ্যমে যার সমাপ্তি ঘটবে।

অপরদিকে ইজতেমাকে কেন্দ্র করে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে অস্থায়ীভাবে বিভিন্ন প্রকার শীতবস্ত্র, টুপি, আতর, মেছওয়াকসহ নিত্য প্রয়োজনীয় বস্তু এবং বিভিন্ন প্রকার খাবারের দোকান বসেছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান বলেন, ইজতেমাকে সফল করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশের একাধিক টিম ইজতেমা মাঠে কাজ করছে। এছাড়া পুরো ইজতেমা মাঠকে সিসি ক্যমেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ অক্টোবর পটুয়াখালীতে প্রথমবারের মতো জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত এবারও জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে