পটুয়াখালী: আখেরি মোনাজাতের মধ্যদিয়ে দ্বিতীয়বারের মতো পটুয়াখালীতে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
শনিবার দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে কৃষি বিমান অবতরণ কেন্দ্রে কাকরাইলের মুরব্বি মাওলানা ওমর ফারুকের আখেরি মোনাজাতের মাধ্যমে জেলা ইজতেমার সমাপ্তি ঘটে।
জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আগত মুসল্লি ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকে ইজতেমা ময়দানের আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় সমবেত হন।
ইজতেমা ময়দানে দুই থেকে আড়াই লক্ষ মুসুল্লির সমাগমের ব্যবস্থা করা হলেও মোনাজাতে প্রায় সাড়ে তিন লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলেও জানান আয়োজকরা।
মোনাজাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী, পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
মোনাজাতে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ওপর নানা নির্যাতন এবং জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। একইসঙ্গে ইসলামের নাম করে যারা মুসলমানদের বিপথগামী করছে, তাদের ধ্বংস কামনা করা হয়। এদিকে মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর