পটুয়াখালী থেকে : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়োবাতাসে শতাধিক ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিধ্বস্ত হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ৩ মিনিটের ঝড়ো হাওয়ায় এ ক্ষতি হয়। এসময় উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা।
জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে ওই ইউনিয়নের স্লুইস বাজার, বাইলাবুনিয়া বাজার ও দারভাঙা বাজারের প্রায় ৩০টি বসত ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া অর্ধেক বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৯০টি বাড়িঘর। এসময় ব্যাপক গাছপালা উপড়ে পড়েছে।
এছাড়া একই ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয় ও বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি বাগে জান্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার টিনশেডের ছাউনি উড়িয়ে নিয়ে যায় দমকা হওয়া। এ ঝড়ো হাওয়াটি ৩ মিনিট স্থায়ী ছিল।
এমটিনিউজ২৪/এম.জে