দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দুমকিতে ঘরের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র কোরআন। গত রোববার বেলা ১২টার দিকে উপজেলার আলগী গ্রামের মৃধা বাড়িতে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আঃ খালেক মৃধার বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আকস্মিক আগুন লেগে মুহূর্তেই পুরো ঘর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার ব্রিগেট টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই পরিবারের বসতঘর মালামাল পুরে ছাঁই হয়ে যায়।
ঘটনার একদিন পরে (সোমবার) ঘরের ভিতর অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ পাওয়া যায়। ঘটনাটি জানতে পেরে দ্রুত স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান। এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজান সিকদার ১নং আলগী ইউপি সদস্য মো. সরোয়ার সিকদারসহ পাঙ্গাশিয়া ইউনিয়নের ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান শাহজাহান সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেলেও একটি কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস