পটুয়াখালী : ভয়ঙ্কর টর্নেডোর আঘাতে পটুয়াখালীর গলাচিপার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে এখন বিপদে অর্ধশতাধিক পরিবার।
সোমবার রাতে টর্নেডোর আঘাতে আধপাকা ও কাঁচা ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়।
hitachi মাত্র ৫০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে গাছপালা উপড়ে পড়ে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেয়ার পদক্ষেপ গ্রহণ করছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, গতকাল রাত সোয়া ৯টার দিকে মাত্র ৫০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে উপজেলার ১ নম্বর গলাচিপা ইউনিয়নের বোয়ালিয়া ও পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা, তুলাতলী ও গ্রামর্দন এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়।
বোয়ালিয়া এলাকায় ২৫টি, পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা, তুলাতীল ও গ্রামর্দশন এলাকায় অন্তত ৪০টি আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তালিকা তৈরির কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের বসতঘর মেরামত ও নির্মাণ করে দেয়া হবে।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ