রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৫:৫৬

মৃত ব্যক্তি এখন কাউন্সিলর প্রার্থী!

মৃত ব্যক্তি এখন কাউন্সিলর প্রার্থী!

পটুয়াখালী প্রতিনিধি : এক বছর আগেই মারা গেছেন তিনি কিন্তু ওই ব্যক্তি এখন কাউন্সিলর প্রার্থী! পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখর চন্দ্র মিত্র সেবক। তার বিরুদ্ধে এ অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখিল চন্দ্র হাওলাদার। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা থাকলেও হলফনামায় তথ্য গোপন করেছেন তিনি। মৃত ব্যক্তি কাউন্সিলর প্রার্থী হয়েছেন, গতকাল শনিবার এ অভিযোগ দাখিলের খবর জানাজানি হলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগে জানা যায়, কাউন্সিলর প্রার্থী শেখর চন্দ্র মিত্রের বিরুদ্ধে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা আদালতে একটি মামলা রয়েছে (মানি মোকদ্দমা নং-৩/২০১৫)। এ মামলার ৫নং আসামি তিনি। মামলার বাদী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। মামলায় বলা হয়েছে, শেখর মিত্র সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ১নং আসামি তার খালাতো ভাই অসীম চন্দ্র হাওলাদারসহ অন্য চার আসামি কোম্পানির ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় শেখর মিত্রকে ২০১৪ সালের ১৮ নভেম্বর ডাকযোগে লিগ্যাল নোটিস পাঠানো হয়। কিন্তু ৮ ডিসেম্বর লিগ্যাল নোটিসের গরজারিতে লিগ্যাল নোটিসের জবাবে ‘প্রাপক মারা গিয়াছে’ মর্মে মন্তব্যসহ ফেরত আসে। এ ব্যাপারে নিখিল চন্দ্র হাওলাদার বলেন, শেখর মিত্রের বিরুদ্ধে মামলা থাকলেও হলফনামার ৩ (ক) ও ৩ (খ) ঘরে তিনি উল্লেখ করেননি। এ তথ্য জানিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দপ্তরে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন। কাউন্সিলর প্রার্থী শেখর চন্দ্র মিত্র সেবক গণমাধ্যমকে বলেন, তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই এ মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি। এ তথ্য না দিলেও তার সমস্যা হবে না। তিনি মারা গেছেন এই মর্মে লিগ্যাল নোটিস পাঠানোর বিষয়ে শেখর চন্দ্র মিত্র সেবক বলেন, পরে আবার তিনি নোটিসের জবাব দিয়েছেন। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে