প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর কমপক্ষে পাঁচটি গ্রাম বাঁধ ভে'ঙে প্লা'বিত হয়েছে। সাগরের পানির বাঁধ ভে'ঙে পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপার গোলখালী ও বাউফলে ঢু'কে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাঙ্গাবালী উপজেলার মাঝের চর, চর আন্ডা, চর মোন্তাজ, চালিতাবুনিয়াসহ পাঁচটি গ্রাম আম্পানের প্রভাবে ইতিমধ্যেই প্লা'বিত হয়ে পানির নিচে।
বেড়িবাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় সেসব এলাকার পানিব'ন্দি মানুষদের নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করছে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, ‘চর মোন্তাজ ও চর আন্ডার পানিবন্দিদের ট্রলার করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।’ এছাড়াও, গলাচিপার গোলখালী, বাউফলের কয়েকটি এলাকার বেড়িবাঁধের ভা'ঙা অংশ দিয়ে পানি লোকালয়ে ঢু'কছে।
এদিকে, পটুয়াখালী জেলার কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই পটুয়াখালীর ৩ লাখ ৫৪ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়াও পটুয়াখালীতে ৮০ হাজার ১৬৭টি গবাদিপশু ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।