বুধবার, ২০ মে, ২০২০, ০৬:২৭:১৩

মহাবিপদ সংকেত, ঘূর্ণিঝড় আম্পানে দেশে প্রথম মৃ'ত্যু

 মহাবিপদ সংকেত, ঘূর্ণিঝড় আম্পানে দেশে প্রথম মৃ'ত্যু

নিউজ ডেস্ক : বাংলাদেশের উপকূলের দিকে ধে'য়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। দেশে এর প্রভাব শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় আম্পানে দেশে প্রথম মৃ'ত্যু হয়েছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় একজন মা'রা গেছেন।

তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি দলের সদস্য ছিলেন। একটি খালে যখন যাচ্ছিলেন তখন দমকা হাওয়া নৌকাটি না'ড়িয়ে দেয়। তিনি পড়ে যাওয়ার পর গামবুট ও গায়ে ভারি পোশাক থাকার কারণে আর উঠতে পারেননি।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেতের আওতায়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে