শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:৫২:০১

অটোরিকশা ও একটি মোটরসাইকেল উঠতেই ধসে পড়ে ব্রিজটি, প্রাণ গেল দাঁড়িয়ে থাকা মাদরাসা শিক্ষকের

অটোরিকশা ও একটি মোটরসাইকেল উঠতেই ধসে পড়ে ব্রিজটি, প্রাণ গেল দাঁড়িয়ে থাকা মাদরাসা শিক্ষকের

পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ ধসে নদীতে পড়ে মাওলানা আইয়ুব আলী (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহিসকাটা-আন্দুয়া শ্রমতি নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী কলাগাছিয়া মাদরাসার সুপার ছিলেন। তিনি উপজেলার দুমকী এলাকার বাসিন্দা। তবে চাকরির সুবাদে তিনি সুবিদখালী এলাকায় বসবাস করতেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সওকত আনোয়ার জানান, রাতে আইয়ুব আলী কলাগাছিয়া মাদরাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিসকাটা-আন্দুয়া ব্রিজের উপর অপেক্ষা করছিলেন। ওই সময় যাত্রীবোঝাই একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ব্রিজের উপর পৌঁছালে ব্রিজটি ধসে পড়ে।

ওসি আরও জানান, ‍দুর্ঘটনার পর অটোরিকশা যাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা সম্ভব হলেও মাদরাসা শিক্ষক আইয়ুব আলী নিখোঁজ ছিলেন। পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে