শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ০৩:৫২:০১

পটুয়াখালীতে সংঘর্ষ

পটুয়াখালীতে সংঘর্ষ

নিউজ ডেস্ক: গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার লতাচাপলী ইউপির লক্ষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হাওলাদারের জমির বিক্রি করা ঘাস জোড় করে গরু দিয়ে খাইয়ে নেয় মহাসীন হাওলাদার। এর প্রতিবাদ করলে লোহার রড দিয়ে পিটিয়ে জাহাঙ্গীরসহ তার স্বজনদের রক্তাক্ত জখম করে। পরে সংঘর্ষে জড়িয়ে উভয়পক্ষে লোকজন আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘অনেক মারামারি হয়েছে কয়েকজনের মাথা ফাটছে। আমি তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।’  

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে