পটুয়াখালী: পটুয়াখালী বদরপুর দরবার শরীফের মুসল্লিরা ঈদুল ফিতর পালন করছেন। বুধবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি এতে ইমামতি করেন।
বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করলেও এবারই এর ব্যতিক্রম ঘটল।
বদরপুর দরবার শরীফের অন্যতম সদস্য নাজসুম সাহাদাত দাবি করেন, মঙ্গলবার (১১ মে) নাইজেরিয়া, সোমালিয়াসহ সাতটি রাষ্ট্রে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সেসব রাষ্ট্রে বুধবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে, সে কারণে আজ তারা ঈদুল ফিতর উদযাপন করছেন।
ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করানো হয়। এদিকে বদরপুর দরবার শরীফের পক্ষ থেকে মঙ্গলবার নাইজেরিয়া, সোমালিয়াসহ সাতটি রাষ্ট্রে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলা হলেও এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
নাইজেরিয়ান সংবাদমাধ্যম দ্য ক্যাবল-এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার নাইজেরিয়ার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য বুধবারও রোজা পালন করবেন নাইজেরিয়ানরা। বৃহস্পতিবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। নাইজেরিয়ান সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স (এনএসসিআইএ) এ ঘোষণা দিয়েছে। এছাড়া বাকি ছয়টি দেশেও ঈদ উদযাপনের সত্যতা পাওয়া যায়নি।-জাগো নিউজ