ঘটনাটি পটুয়াখালীর দুমকি উপজেলায়। শনিবার দিবাগত রাতে এক শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মেয়ের জামাই জামাল হোসেনের (৩৫) বিরুদ্ধে। নিহত মোমেলা খাতুন (৫৫) ওই এলাকার কাঞ্চন গাজীর স্ত্রী।
এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। জামাল চাঁদপুরের কচুয়া উপজেলার ধানাইয়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে নিহতের স্বামী কাঞ্চন গাজী জানান, রাত ১২টার দিকে তার স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় মেয়ে জামাই জামাল। এক পর্যায়ে তিনি থামাতে গেলে জামাল তাকে কিল ঘুষি মারে। পরে তিনি সেখান থেকে চলে আসেন। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে চিৎকার শুনে জানালা দিয়ে দেখেন, তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপানোর মতো জঘন্য কাজটি করছে জামাল। এতে তার হাত, পা এবং গলায় গুরুতর জখম হয়।
মারাত্মক আহত মোমেলাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।