পটুয়াখালীর কলাপাড়ায় মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। রবিবার রাত ৯টার পর পৌর শহরে মাইকিং করে ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে। আর ক্রেতারাও ইলিশ কেনায় যেন প্রতিযোগিতা শুরু করেন।
পৌর শহরের নতুর বাজার মোড়ে রাস্তার ওপর ও ফেরি ঘাট এলাকায় বসে প্রকার ভেদে ইলিশ বিক্রি করা হচ্ছে। তবে ছোট সাইজের (জাটকা) ইলিশ ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি করছেন মৎস্য ব্যবসায়ীরা। প্রতিটি পয়েন্টে ক্রেতাদের প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে।
মৎস্য ব্যবসায়ীরা জানান, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে ২২ দিন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রবিরার মধ্যরাতে থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ ধরবে না জেলেরা। এমনকি আহরণ, পরিবহন ও মজুদকরণের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে শেষ দিনের মতো বাজারে ইলিশ বেচাকেনায় ধুম পড়েছে।
এদিকে, ৪৫০-৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৪০০ টাকা, ৭৫০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা, ৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশ ৭০০-৮০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ১ হাজার থেকে ১৩০০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।
ইলিশ বিক্রেতা জবেদ আলী বলেন, মহিপুর-আলীপুর মাছের মোকামে তুলনামূলক কম দামে মাছ বিক্রি হয়েছে। ছোট সাইজের ইলিশ (জাটকা) এক কেজি ৩০০ টাকা দরে বিক্রি করছি। এমন বিক্রি চলবে রাত ১২টা পর্যন্ত।