পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সাত দিন যাবত অবস্থান নিয়ে অনশন করছেন তরুণী মুক্তা রানী (২৩)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের অনিল সরকারের ছেলে অসীম কুমার সরকারের সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার এক তরুণীর বছর দুই আগে থেকেই প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। ওই তরুণী বিয়ের জন্য চা'প সৃষ্টি করলে অসীম সরকার নানা টা'লবাহা'নার পর গা-ঢাকা দেয় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।
অবশেষে নিরু'পায় হয়ে প্রেমিকা গত ৭ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে প্রেমিক অসীম সরকারের মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে অবস্থান নেয়।
ওই তরুণী বলেন, প্রেমিক অসিমের সঙ্গে বিয়ে ছাড়া আমার লা'শ যাবে। কোনো প্রকার চা'পে ফে'লে আমাকে এ ঘর থেকে নামাতে পারবে না।
তরুণীর মা অভিযোগ করে জানান, তার মেয়ে বিয়ের দাবিতে প্রেমিক অসীম সরকারের বাড়িতে অবস্থান করছে। অসীমকে তার প্রভাবশালী পরিবার আ'ত্মগো'পনে রেখে মীমাংসার নামে মা ও মেয়ের ওপর নানাভাবে চা'প সৃষ্টি করছে। কয়েকটি সাদা কাগজে তার মেয়ের জো'রপূ'র্বক স্বাক্ষরও নেওয়া হয়েছে বলে ফোনে জানতে পেয়েছি।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পরিবারের সম্মতিতে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ছেলে অনুপস্থিত থাকলে মীমাংসার সম্ভাবনা নেই। সূত্র: যুগান্তর