সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ০৩:৫০:১৬

পান বিক্রেতা সেই ইমান আলী অবশেষে ওমরাহ করতে সৌদির পথে

পান বিক্রেতা সেই ইমান আলী অবশেষে ওমরাহ করতে সৌদির পথে

পটুয়াখালী : হজের টাকা জোগাড়ের জন্য তিনমাস ধরে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে মিষ্টি পান বিক্রি করা সেই ইমান আলী অবশেষে সৌদি যাচ্ছেন।

ওমরাহ হজ করতে সোমবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেন কুয়াকাটা পৌর মেয়রের প্রতিনিধি মো. আবু বকর হাওলাদার।

তিনি বলেন, রোববার কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের নির্দেশে আমি তাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে যাই। আজ দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। আড়াইটার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে তার বিমান ছেড়ে যায়।

বৃদ্ধ ইমান আলী এখমান্দারের (৯০) বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। তিনি দুই ছেলের বাবা। তারা পেশায় কাঠমিস্ত্রি। নিজেদেরই খেয়ে-পরে সংসার টেকানো দায়, তাই বাবার এ আশা পূরণ করতে পারছিলেন না দুই ছেলে।

বৃদ্ধের হজ্জের পুরো দায়িত্ব নেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ। তার নির্দেশে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার নিজে এ বৃদ্ধের সব দায়িত্ব নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে