পটুয়াখালী : দেশের নদ-নদীগুলোতে যখন ইলিশের খুব একটা দেখা নেই তখন পটুয়াখালীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়ল দুই কেজি ২শ’ গ্রাম ওজনের একটি ইলিশ। রোববার (৭ মে) দুপুরে ধরা পড়ার পর ইলিশটি দেখতে অনেকে ভিড় করেন। রাতে পায়রাকুঞ্জ খেয়া ঘাটের আড়তে পাঁচ হাজার টাকায় ইলিশটি বিক্রি করা হয়।
পায়রাকুঞ্জ খেয়া ঘাটের মাছ বিক্রেতা শাহ কামাল জানান, জেলে কাওছার হোসেনের জালে মাছটি ধরা পড়ে। দুপুরের পর মাছটি বিক্রির উদ্দেশে দোকানে তোলেন। সন্ধ্যার পর আড়াই হাজার টাকা কেজি দরে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।
ক্রেতা আরিফ হোসেন বলেন, এক বড় ভাইকে উপহার দেওয়ার জন্য মাছটি কিনেছি। সব সময় এত বড় মাছ এই নদীতে পাওয়া যায় না। পায়রা নদীর মাছ খুব সুস্বাদু হয়ে থাকে।
পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান বলেন, এখন জেলেদের জালে ইলিশ কিছুটা কম ধরা পড়ছে। তবে বৃষ্টিপাত শুরু হলে জেলেদের জালে মাছ ধরা পড়বে।
আর সরকারের বিভিন্ন তৎপরতায় দেশে ইলিশের উৎপাদন যেমন বাড়ছে তেমনি জেলেরা বড় বড় ইলিশও পাচ্ছেন। তবে পায়রা নদীতে এ বছর এই প্রথম দুই কেজি ওজনের বেশি বড় ইলিশ ধরা পড়ার খবর পেলাম।